রোকেয়া নারীর অধিকার আন্দোলনের পথিকৃৎ
যুক্তিবাদী রোকেয়া কিছুতেই মেনে নিতে পারেননি শারীরিক বলের আধিক্যহেতু পুরুষের প্রভুত্ব। পুরুষের ন্যায় সমান সুবিধালাভের অধিকার থেকে বঞ্চিত বলেই নারীরা ক্রমাগত পিছিয়ে পড়েছেন। আর এই কাজে পুরুষসমাজ অন্যায়ভাবে ব্যবহার করেছে ধর্ম-অস্ত্রকে। নারীদের অনগ্রসর করে রাখার এই পিতৃতান্ত্রিক কৌশলকে রোকেয়া মানতে পারেননি বলেই তাঁর কিছু রচনায় পুরুষ-বিদ্বেষ লক্ষ্য করা যায়।
by চন্দন আঢ্য | 09 December, 2023 | 679 | Tags : Rokeya Women liberation Women education Religion Attachments area